০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

বাটা ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা

-

বাটা তাদের স্নিকার ফেস্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি নতুন অগমেন্টেড রিয়েলিটি (এআর) ফিল্টার চালু করেছে, যেখানে ঘরে বসেই অনলাইনে স্নিকার ট্রাই করার সুযোগ পাওয়া যাবে।

এই অ্যাপের মাধ্যমে যেকোনো স্মার্টফোনে, বাটা স্নিকারের নতুন নতুন সব ডিজাইনগুলো দেখা যাবে যা অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে পায়ে ট্রাইও করা যাবে।

বাটার ফিসিয়াল ওয়েবসাইট www.batabd.com-এ এই অ্যাপটি পাওয়া যাবে যেখানে গ্রাহকরা রিয়েল-টাইমে স্নিকার ট্রাই করতে পারবেন এবং পণ্যের বিস্তারিত তথ্যও দেখতে পারবেন।

এর মাধ্যমে ক্রেতারা সহজেই বিভিন্ন ধরনের স্নিকার, যেমন ক্যাজুয়াল বা স্পোর্টস স্নিকার দেখতে ও কিনতে পারবেন। বাটার এআর ফিল্টার, স্নিকার কেনাকাটার অভিজ্ঞতাকে আরো সহজ, প্রযুক্তি-ভিত্তিক ও স্টাইলিশ করে তুলেছে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement