০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আলজেরিয়ার উদ্যোক্তারা : রাষ্ট্রদূত

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আলজেরিয়ার উদ্যোক্তারা : রাষ্ট্রদূত - ছবি : সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছেন।

ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আদেলোহাব সাইদানি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত সাইদানি বলেন, আলজেরিয়ায় পোশাকসহ সব বাংলাদেশী পণ্যের বাজার রয়েছে। বাংলাদেশের উচিত বিদ্যমান সুযোগগুলো কাজে লাগানো। আলজেরিয়ার ব্যবসায়ীরা এই মুহূর্তে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।

বশির বলেন, ভ্রাতৃপ্রতিম দেশ আলজেরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক বন্ধন এ সম্পর্ককে সুদৃঢ় করেছে। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতার পরিধি বাড়াতে হবে। আলজেরিয়ার সাথে বাণিজ্য সম্প্রসারণ সম্ভাবনার একটি নতুন ক্ষেত্র।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement