০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

বিদেশী বিনিয়োগকে আকৃষ্ট করতে বর্তমান সরকার কাজ করছে : পররাষ্ট্র উপদেষ্টা

- ছবি - বিবিসি

বাংলাদেশে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এই কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, ‘এ কথা সত্য, আগে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ ছিল না। কিন্তু এ সরকার বিনিয়োগকারীদের জন্য সব কিছু সহজ করার চেষ্টা করছে, যাতে তারা এদেশে আসতে আগ্রহী হয়।’

এ সময় সেমিনারে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, ‘পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও স্বাগত জানানো হয়নি।’

সেমিনারে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স‍্যামসাংয়ের কর্মকর্তাদের বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল পতিত সরকার।

দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইচ্ছে নেই উল্লেখ করে কিছু ভালো কাজের উদাহরণ রেখে যেতে চান বলে জানান তিনি।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement