০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

‘ভ্রাতৃদেশ’ বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার - ছবি : সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসে বাংলাদেশ সফর আসছেন। বাংলাদেশে গত বছরের আগস্টে ভারতপন্থী আওয়ামী লীগ সরকারের পতনের পর তার এই সফর ঐতিহাসিক হিসেবে ধরা হচ্ছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০১২ সালের পর এটিই হবে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আমন্ত্রণে ফেব্রুয়ারিতে ঢাকা সফর করবেন।

তিনি আরো জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসও সুবিধাজনক সময়ে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সবশেষ হিনা রাব্বানি খার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-৮ সম্মেলনের আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছিলেন।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েন চলে। ভারতের সাথে সম্পৃক্ততা থাকায় আওয়ামী লীগ নেত্রী পাকিস্তানের বেশ কয়েকবার প্রচেষ্টা সত্ত্বেও দু’দেশের সম্পর্ক উন্নয়নে কোনো চেষ্টা করেননি।

তবে, গত বছরের আগস্টে রক্তাক্ত বিদ্রোহে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্কে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আগস্টের পর এ দু’দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বেশ কিছু যোগাযোগও হয়েছে।

বাংলাদেশ পাকিস্তানে রফতানির ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে, যা দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়াও এই দু’দেশ সমুদ্রপথে সরাসরি বাণিজ্য শুরু করেছে।

বাংলাদেশকে ’ভ্রাতৃদেশ’ আখ্যা দিয়ে দার বলেন, ‘ঢাকাকে সব রকমের সাহায্য করতে প্রস্তুত পাকিস্তান।’

সূত্র : দি এক্সপ্রেস ট্রিবিউন


আরো সংবাদ



premium cement
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থীর বিষয়ে পর্যালোচনা বৈঠক বৃহস্পতিবার নোয়াখালীতে ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত, গ্রেফতার ২ ‘থ্রি-জিরো তত্ত্ব’ বাস্তবায়নে ভূমিকা রাখবে সমবায় অধিদফতর : আসিফ মাহমুদ সিংড়ায় সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ইন্তেকাল পিএসএল প্লেয়ার্স ড্রাফটে ৮ বাংলাদেশী ক্রিকেটার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ইসরাইল লেবাননের সাথে ৩৭৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে হাসিনাকে শতবার ফাঁসি দিলেও প্রাপ্য বিচার হবে না : রাশেদ প্রধান স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের বিরুদ্ধে দুদকের মামলা

সকল