পাকিস্তানে সেনাবাহিনীর অনুষ্ঠানে বিএনপি নেতা হাফিজ উদ্দিন
- অনলাইন প্রতিবেদক
- ০২ জানুয়ারি ২০২৫, ২১:১৩
পাকিস্তানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আমন্ত্রণে কমিশন ডে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, সামরিক বাহিনী ‘২৬-ওয়ার কোর্স’ কর্মকর্তাদের আমন্ত্রণে গত ২৭ ডিসেম্বর পাকিস্তান গেছেন হাফিজ উদ্দিন আহমেদ। হাফিজ উদ্দিন আহমেদ ‘২৬-ওয়ার কোর্স’ কমিশনপ্রাপ্তদের মধ্যে প্রথম ছিলেন। তার হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন প্লাটুন কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল রাহাত ভাট্টি।
তিনি ২৯ ডিসেম্বর রাওলপিন্ডি ও ৩১ ডিসেম্বর করাচীতে দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
শায়রুল কবির খান জানান, অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কয়েকজন জেনারেলসহ শতাধিক সামরিক বাহিনীর কর্মকর্তা অংশ নিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা