২০ জানুয়ারি চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জানুয়ারি ২০২৫, ২২:০১
পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে চীন সরকারের আমন্ত্রণে আগামী ২০ জানুয়ারি বেইজিং যাচ্ছেন।
তিনি আজ তার মন্ত্রণালয়ে এক সাংবাদিকদের একথা বলেন, ‘চীনের আমন্ত্রণে সম্পর্ক উন্নয়নে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।’
তার সফরকালীন আলোচনার নির্দিষ্ট বিষয় সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বিস্তারিত না জানিয়ে বেইজিংয়ে আলোচনার এজেন্ডা চূড়ান্ত করতে ইতোমধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক নির্ধারিত হয়েছে বলে উল্লেখ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা সফরকে যুক্তরাষ্ট্র ও ভারতের পাশাপাশি চীনের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেন।
এর আগে তৌহিদ চীনের সাথে অর্থনৈতিক ও নিরাপত্তা উভয় সম্পর্ক জোরদার করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির পাশাপাশি ক্লিন এনার্জি এবং অবকাঠামোগত উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়ানোর ওপর জোর দেন।
শুক্রবার এক সেমিনারে তৌহিদ এ ধরনের পারস্পরিক উদ্যোগের সুবিধা তুলে ধরে মিয়ানমারের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে নির্বিঘ্ন সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
এ বছর বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী পালিত হচ্ছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা