২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের আশাবাদ প্রণয় ভার্মার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা - ছবি : বাসস

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে যে অনন্য সম্ভাবনার সুযোগ রয়েছে তা অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনে কূটনৈতিক সংবাদদাতাদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের সম্পর্ককে একে অপরের স্বার্থ, উদ্বেগ ও আকাঙ্ক্ষা পারস্পরিক সংবেদনশীলতার সাথে দেখতে হবে।’

হাইকমিশনার উল্লেখ করেন যে দুই দেশের মধ্যে একে অপরের অগ্রগতি এবং সমৃদ্ধিতে উল্লেখযোগ্য অংশীদারত্ব রয়েছে।

তিনি বলেন, দুই দেশের ক্রমবর্ধমান সক্ষমতা, সমৃদ্ধি ও বিকাশের উচ্চাকাঙ্ক্ষায় এগিয়ে যেতে একে অপরকে সহযোগিতা করার জন্য আমাদের অনেক কিছু রয়েছে, এই সম্পর্ককে আমরা এভাবেই দেখি।

দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে ভার্মা একটি ‘গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক’ বাংলাদেশের জন্য ভারতের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

হাইকমিশনার বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, স্থিতিশীল ও গঠনমূলক’ অংশীদারিত্ব গড়ে তুলতে ভারতের প্রতিশ্রুতি ব্যক্ত করে একটি দূরদর্শী,পারস্পরিক সুবিধাজনক পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, ‘এটি পারস্পরিক সুবিধার সম্পর্ক হতে হবে। আমরা আরো বিশ্বাস করি যে জনগণই এই সম্পর্কের মূল অংশীদার। আমাদের সহযোগিতা উভয় দেশের সাধারণ মানুষকে দৃঢ়ভাবে উপকৃত করে।’

ভারতীয় হাইকমিশনার ভৌগোলিক নৈকট্যকে নতুন অর্থনৈতিক সুযোগে রূপান্তরিত করার গুরুত্বের ওপর জোর দেন এবং সম্পর্কের মৌলিক বিষয়ে তার দৃঢ় আস্থার পুনরাবৃত্তি করেন।

তিনি প্রশংসা করে বলেন, ‘দুই দেশের মধ্যে পারস্পরিক উপকারী সম্পর্ককে এগিয়ে নিতে যা যা করা দরকার আমরা তা করছি।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
‘অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সবাই এগিয়ে আসতে হবে’ চুয়াডাঙ্গায় ১৪টি স্বর্ণের বারসহ ৩ চোরাকারবারি আটক ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে : জামায়াত আমির ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ার দায়িত্ব সবার : মির্জা ফখরুল ইসলামি বিপ্লব মানে ক্ষমতা দখল নয় : নুরুল ইসলাম বুলবুল বন্দী চুক্তিতে ‘নতুন বাধা’ তৈরি করছে হামাস, অভিযোগ ইসরাইলের সমাজের অগ্রগতিতে আলেমদের ভূমিকা রাখতে হবে : কুবি ভিসি টেপ মোড়ানো বস্তুতে লাথি মারতেই বিস্ফোরণ, অল্পের জন্য বাঁচল প্রাণ এস আলম আন্তর্জাতিক সালিশে গেলে কী হতে পারে ছাত্র-জনতার আন্দোলনে হামলা : আ’লীগের ২ নেতা গ্রেফতার শ্রমিকদের সম্মান দিতে পারলে দেশের চেহারা বদলে যাবে : অধ্যাপক মজিবুর রহমান

সকল