০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১, ২ রজব ১৪৪৬
`

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং - ছবি : সংগৃহীত

হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে, আনন্দবাজারসহ একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার রাতে ভেরিফায়েড ফেসবুক পেইজে এ ব্যাপারে একটি পোস্ট দিয়েছে। এখানে তা তুলে ধরা হলো।

'ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে, আনন্দবাজার সহ একাধিক ভারতীয় গণমাধ্যম আজ জানিয়েছে, হিন্দু ধর্মালম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে ২০২২ সালে ৪৭টি, ২০২৩ সালে ৩০২টি এবং ২০২৪ সালে ২ হাজার ২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে।

তথ্যটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত। স্বাধীন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার সংখ্যা ১৩৮টি, যাতে ৩৬৮টি বাড়ি ঘরে হামলা হয়েছে এবং ৮২ জন আহত হয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি ঘটনার তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে ১০ ডিসেম্বরের মধ্যে অন্তত ৯৭টি মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে এ পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসব ঘটনার বেশিরভাগই ৫ আগস্ট থেকে ৮ আগস্টের মধ্যে ঘটেছে, যখন দেশে কোনো সরকার ছিল না। এসব হামলার বেশিরভাগই ঘটেছে রাজনৈতিক কারণে।
এ ধরনের অপরাধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।'


আরো সংবাদ



premium cement
ভেনেজুয়েলা নির্বাসিত বিরোধী প্রার্থীকে ধরতে ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা জামায়াত সবাইকে সাথে নিয়ে ইনসাফভিত্তিক দেশ গড়তে চায় : এস এম লুৎফুর রহমান শেখ হাসিনাকে নিয়ে ‘হাটে হাঁড়ি’ ভাঙলেন সোহেল তাজ সিলেটে ছাত্র-জনতার উপর হামলায় সাবেক মেয়রসহ ৬৩ জনের নামে মামলা সিরিয়ায় পৌঁছেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী, পথে জার্মান বেয়ারবক যশোরে আজহারীর মাহফিলে মানুষের ঢল ডেঙ্গুতে আরো একটি মুত্যুশূন্য দিন, হাসপাতালে ২৩ কুয়াশায় দুর্ঘটনা এড়াতে যেসব নির্দেশনা দিলো রেলওয়ে ড. মাসুদের অনুরোধে পটুয়াখালীর মাহফিলে থাকবেন আজহারী নতুন বাংলাদেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : সেলিম উদ্দিন সুন্দরবনে কাঁকড়া আহরণে দুই মাসের নিষেধাজ্ঞা শুরু

সকল





up