১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আজারবাইজানের বাকুতে ভার্চুয়ালি অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ায় যুক্ত হন পররাষ্ট্র উপদেষ্টা - ছবি : ইউএনবি

আজারবাইজানের বাকুতে ভার্চুয়ালি অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) সপ্তম মন্ত্রিপরিষদের সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অধিকতর সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন।

যুদ্ধ, সংঘাত, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে মানবসভ্যতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অর্থপূর্ণ উপায় খুঁজে বের করা এবং এশীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সম্মিলিত নিরাপত্তা বজায় রাখতে সংহতির ভিত্তিতে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানান উপদেষ্টা।

অর্থনৈতিক, পরিবেশ ও মানবীয় ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মাঝে আত্মবিশ্বাস তৈরির বিষয়ে সিআইসিএকে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা ভবিষ্যতে এ ফোরামের মাধ্যমে নতুন নতুন অংশীদারত্ব তৈরির আশাবাদ ব্যক্ত করেন। সদস্য রাষ্ট্র হিসেবে বিশেষ করে তথ্যপ্রযুক্তি, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কো-চেয়ারের ভূমিকায় বাংলাদেশ আগামী দিনগুলোতে সিআইসিএতে বিশেষ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এশিয়া অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীতা উন্নয়নের লক্ষ্যে ১৯৯২ সালে বহুজাতীয় ফোরাম সিআইসিএ প্রতিষ্ঠিত হয়, যার বর্তমান সদস্য সংখ্যা ২৮।

বাংলাদেশ ২০১৪ সালে সিআইসিএর সদস্যপদ লাভ করে। এবারের মন্ত্রিপর্যায়ের সভায় সিআইসিএর বর্তমান সভাপতি কাজাখস্তান পরবর্তী দুই বছরের জন্য আজারবাইজানের কাছে সভাপতির দায়িত্ব হস্তান্তর করে।

বৈঠকে সিআইসিএ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা অংশ নেন। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল শেখ হাসিনা-রেহানা পরিবারের দুর্নীতির অনুসন্ধানে দুদক দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে ড. ইউনূসের ভূমিকার প্রশংসা পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা কাগজ সঙ্কটে বিনামূল্যের পাঠ্যবই ছাপা বন্ধ আব্বাস আলী খান তাকওয়ার জীবনযাপনে ছিলেন সচেতন : ডা: শফিক আশা করতে পারেন ২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন গাজা ও পশ্চিমতীরে ১৩ হাজার শিক্ষার্থী হত্যা স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও লেজ রয়ে গেছে : তারেক সুষ্ঠু নির্বাচন নিয়ে সঙ্কটের উত্তরণ বলছে বিএনপি নির্বাচনে প্রস্তুত ইসি, ব্যালটেই হবে ভোট

সকল