১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
মুশফিকুল ফজল আনসারী

‘আমাদের শপথ হোক বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের’

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসা - ছবি - ইন্টারনেট

মহান বিজয় দিবসের এই দিনে উদার গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

তিনি বলেন, আজকের এই দিনে আমাদের শপথ হোক- একটি উদার, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ। যে রাষ্ট্রে বিজয়ের সুফল ভোগ করবে সকল মানুষ আর প্রতিটি প্রাণ হবে সমান মর্যাদার অধিকারী।

মুশফিকুল ফজল আনসারী তার ফেসবুক পোস্টে এসব কথা লিখেছেন।

তিনি লেখেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের লক্ষ প্রাণের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন। কিন্তু সেই বিজয় যখন শৃঙ্খলের আঘাতে নত এবং ক্ষতবিক্ষত, তখন ২৪’র জুলাইয়ে আমাদের তাজাপ্রাণরা বুকচেরা রক্তধারায় এই বিজয়কে আগলে ধরেছে।

বিজয়ের এই মহিমান্বিত দিনে মনে পড়ে বীরশ্রেষ্ঠ হামিদুর, নূর মোহাম্মদ, মুন্সি আবদুর রউফদের বীরত্ব গাঁথা আর স্বাধীনতার ঘোষণা দিয়ে রনাঙ্গনে ঝাঁপিয়ে পড়া সেদিনের বিজয়ী বীর মেজর জিয়া, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী। একইসাথে ভেসে উঠছে আবু সাঈদ, মুগ্ধ, ফাইয়াজ এবং ইলিয়াস আলীর দ্রোহের দীপ্তিময় মুখ। একদিকে স্বাধীনতা অর্জনের বিজয় আমাদের জাতিসত্তার উন্মেষের প্রতীক আর অন্যদিকে স্বাধীনতা রক্ষার সংগ্রামের বিজয়, আমাদের গৌরবময় অর্জনকে আগলে রাখার রক্তস্নাত অঙ্গীকার।

আজকের এই দিনে আমাদের শপথ হোক- একটি উদার, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ। যে রাষ্ট্রে বিজয়ের সুফল ভোগ করবে সব মানুষ আর প্রতিটি প্রাণ হবে সমান মর্যাদার অধিকারী।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের সভাপতিসহ আটক ২ গাজীপুরে জামায়াতের বিজয় র‌্যালি ও সমাবেশ যারা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে তাদের পরিণতি ভালো হয়নি : রুমিন ফারহানা শৃঙ্খলাভঙ্গের দায়ে সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ বিজয় দিবসে আখাউড়ায় বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর শুভেচ্ছা বিনিময় যেভাবে আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী ‘বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন’ জবাবদিহির সরকার ও কার্যকর সংসদ জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে : তারেক রহমান আনন্দমুখর পরিবেশে বশেমুরকৃবি’তে মহান বিজয় দিবস উদযাপিত সিরিয়ার কয়েকটি শহরের পানি ও বিদ্যুৎ লাইন কেটে দিলো ইসরাইল ‘মুক্তিযোদ্ধারা আওয়ামী বিরোধী হলে তাকেও রাজাকার আখ্যা দেয়া হতো’

সকল