১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘নিজ স্বার্থে’ বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে : জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর - ছবি : সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘বাংলাদেশের ক্ষমতাসীন সরকার ‘নিজ স্বার্থে’ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।’

শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশটির লোকসভায় প্রশ্নোত্তরকালে তিনি এ মন্তব্য করেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘প্রতিবেশী (বাংলাদেশ) দেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের বিষয়। তবে নয়াদিল্লি আশা করে, ঢাকা তার নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্পের একটি ভালো ইতিহাস রয়েছে। পাকিস্তান ও চীন বাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশে আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে। বাংলাদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।

সংসদে জয়শঙ্কর আরো বলেন, ‘পাকিস্তানের সাথেও ভারত সুসম্পর্ক বজায় রাখতে চাই তবে তার আগে প্রতিবেশী দেশটিকে দেখাতে হবে যে তারা সন্ত্রাসমুক্ত।’

 


আরো সংবাদ



premium cement