১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিঙ্গাপুরের অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

সিঙ্গাপুরের অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী - ছবি : বাসস

সিঙ্গাপুরের অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির টেকসই উন্নয়ন ও পরিবেশ এবং বাণিজ্যবিষয়ক মন্ত্রী গ্রেস ফু হাই ইয়েন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

গ্রেস ফু তার ভেরিফাইড ফেসবুকে দেয়া এক বার্তায় বলেন, ‘সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন হলেও আমরা বাংলাদেশের দীর্ঘমেয়াদি সম্ভাবনায় বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘সিঙ্গাপুরের অনেক কোম্পানি বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে, কিংবা বিনিয়োগ করার আগ্রহ রয়েছে, বিশেষ করে অবকাঠামো এবং লজিস্টিকস খাতে।’

ফু বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোম্পানিগুলোকে সমর্থন অব্যাহত রাখবে সিঙ্গাপুর সরকার।’

১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দীর্ঘ ৫০ বছর যাবৎ বাংলাদেশ-সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সুসম্পর্ক বিরাজ রয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement