১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা

চার দিনের সফরে ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট - ছবি : সংগৃহীত

চার দিনের সফরে ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেল বিজয়ী জোসে রামোস হোর্তা। প্রেসিডেন্টের এ সফরে দু’ দে‌শের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই হবে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর অ্যায়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসবেন তিনি।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, মহান বিজয় দিবসের আয়োজনে যোগ দিতে রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিনের আমন্ত্রণে প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা এ সফরে এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৪ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশ সফরে হোসে রামোস হোর্তা রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন।

আগামী ১৭ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবেন তিনি। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের তাকে বিমানবন্দরে বিদায় জানানোর কথা রয়েছে।

উল্লেখ্য, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট ২০১৪ সালে বাংলাদেশ সফর করেছিলেন। দশ বছরের ব্যবধানে এটি তার বাংলাদেশে দ্বিতীয় সফর হবে।


আরো সংবাদ



premium cement