রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জন্য জাপান সরকারের সহায়তা
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ডিসেম্বর ২০২৪, ২২:৪৬
রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জন্য সহায়তা দিয়েছে জাপান সরকার। আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) রোহিঙ্গা উদ্বাস্তু ও কক্সবাজার জেলা এবং ভাসান চরে তাদের আশ্রয়দাতা স্থানীয় সম্প্রদায়ের জন্য ৩২ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে।
বুধবার (১১ ডিসেম্বর) ঢাকায় জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে।
এ সময় বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে আইওএম মিশন প্রধান ল্যান্স বনেউ এ বিষয়ে একটি ‘একচেঞ্জ অব নোট’ স্বাক্ষর করেন।
এই অর্থ দুর্যোগ ঝুঁকি হ্রাস, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও সংস্কার, সুরক্ষা হুমকি এবং জলবায়ু-সহনশীল প্রযুক্তিগত দক্ষতা এবং ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করা হবে বলে জানা গেছে।
জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘জাপান সরকারের সহায়তা রোহিঙ্গা এবং তাদের আতিথ্য প্রদানকারি স্থানীয় সম্প্রদায়, উভয়ের জীবনযাত্রার উন্নতি ঘটাতে ভূমিকা রাখবে।’
এই প্রকল্পটি কক্সবাজার জেলা এবং ভাসানচরের আনুমানিক পাঁচ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং স্থানীয় সম্প্রদায়ের লোকদের জন্য আশ্রয় ও স্থাপনা নির্মাণসহ সুরক্ষা এবং সামাজিক খাতে এ পরিকল্পনা বাস্তবায়ন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সূত্র : বাসস