১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নরওয়ে বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে : রাষ্ট্রদূত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে নরওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ - ছবি : বাসস

নরওয়ে বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নরওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশ হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন। তিনি বলেন, দু’ দেশ তাদের মধ্যকার দীর্ঘ দিনের সম্পর্ক ধীরে ধীরে উন্নয়ন সহযোগিতা থেকে বাণিজ্যকেন্দ্রিক অংশীদারিত্বের দিকে অগ্রসর হচ্ছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে তার প্রথম সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ সময় দু’ দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের সমর্থনকে স্বাগত জানান। তিনি বর্তমান সরকারের সংস্কার উদ্যোগ বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়া, শাসন ও অর্থনৈতিক ক্ষেত্রের বিষয়ে জোর দেন।

উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশের অর্থনীতিকে প্রাণবন্ত উল্লেখ করে নবায়নযোগ্য জ্বালানি এবং ইলেকট্রনিক্সসহ সম্ভাব্য অন্যান্য খাতে বিনিয়োগের পরামর্শ দেন।

মানবাধিকার ইস্যুতে উপদেষ্টা আগের তুলনায় অনেক বেশি সুরক্ষা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও আন্তরিক প্রচেষ্টার কথা ব্যক্ত করেন।

পরারাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ গত আগস্টে আন্তর্জাতিক গুম প্রতিরোধ ও সুরক্ষা সনদে অনুস্বাক্ষর করেছে এবং সদ্য জাতিসঙ্ঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement