১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারত-বাংলাদেশ নিজেরা মতভেদ দূর করুক : যুক্তরাষ্ট্র

ভারত-বাংলাদেশ নিজেরা মতভেদ দূর করুক : যুক্তরাষ্ট্র - ছবি : সংগৃহীত

ভারত ও বাংলাদেশ শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতির সমাধান করুক এমনটাই চায় মার্কিন যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন দেখা গিয়েছে সে বিষয়ে মঙ্গলবারের প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলারকে জিজ্ঞাসা করা হয়েছিল। তার উত্তরেই তিনি একথা জানিয়েছেন।

দুই দেশের মাঝে উত্তেজনার আবহে ভারত ও বাংলাদেশ দু’জনেই একে-অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ গিয়েছিলেন। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কী বক্তব্য তা জানতে চাওয়া হয়েছিল মিলারের কাছে।

উত্তরে ম্যাথু মিলার বলেন, ‘আমরা চাই, সবপক্ষ একসাথে বসে তাদের মধ্যেকার মতভেদের সমাধান করুক।’

হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে উত্তেজনা রয়েছে। বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের পর দুই দেশের সম্পর্কের আরো অবনতি হয়।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ভারতে একাধিক মিছিল-সমাবেশ, কুশপুত্তলিকা দাহসহ নানা ধরনের বিক্ষোভের ঘটনা ঘটছে। এরই রেশ ধরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে যার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। ভারতের পক্ষ থেকে আগরতলার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়।

এরপর একদিকে ভারতের হিন্দুত্ববাদীরা অভিযোগ তুলতে থাকে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ব্যাপকহারে অত্যাচার চলছে। অন্যদিকে, বাংলাদেশ দাবি করে, ভারতীয় মিডিয়া বিষয়টিকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখাচ্ছে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement