০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

আগামী সপ্তাহে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি - সংগৃহীত

চলতি বছরের আগস্টে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের পালিয়ে যান শেখ হাসিনা। তার দিল্লিতে আশ্রয় নেয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চলছে টানাপোড়েন। আর সাবেক ‘বিতর্কিত’ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারে সম্পর্কের আরো অবনতি হয়েছে।

এমন পরিস্থিতিতে মধ্যেই বাংলাদেশ সরকারের সাথে আলোচনার জন্য আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি।

বুধবার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম কোনো ভারতীয় সরকারি কর্মকর্তার বাংলাদেশ সফর।

তবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো: জসিম উদ্দিনের সাথে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) করার বিষয়ে তার সফরের এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

চলতি মাসে নির্ধারিত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেন, ‘আমি মনে করি এটি অনুষ্ঠিত হবে।’

বর্তমানে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণ এবং ভিসা-সংক্রান্ত সমস্যাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

গত ২১ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসান নিশ্চিত করেন, আসন্ন আলোচনার প্রস্তুতির সমন্বয়ের জন্য ইতোমধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement