০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

উপদেষ্টা ফারুক ই আজমের সাথে জাতিসঙ্ঘের গোয়েন লুইসের সাক্ষাৎ

উপদেষ্টা ফারুক ই আজমের সাথে জাতিসঙ্ঘের গোয়েন লুইসের সাক্ষাৎ - ছবি : ইউএনবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গোয়েন লুইস তার বক্তব্যের শুরুতেই ফেনীসহ দেশের পূর্বাঞ্চলের বন্যা মোকাবিলাসহ দুর্যোগ ব্যবস্থাপনায় নেতৃত্বের জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, উন্নয়ন সহযোগীদের একটি দল বাংলাদেশে আসবে। তারা খাদ্য নিরাপত্তা, পুষ্টি কার্যক্রম ও মাইগ্ৰেশনে সহযোগিতা করতে আগ্ৰহী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ ক্ষেত্রে উদ্যোগী মন্ত্রণালয় হিসেবে এ সংক্রান্ত প্রকল্প প্রস্তাব গ্ৰহণ করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

উপদেষ্টা জাতিসঙ্ঘরসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের বাংলাদেশে তাদের ভূমিকা বিশেষত দুর্যোগ মোকাবিলায় সহায়তায় জন্য কৃতজ্ঞতা জানান।

এছাড়া সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করায় ইউএনএইচসিআর’কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অন্যান্য দুর্যোগে আগাম প্রস্তুতির সুযোগ থাকলেও ভূমিকম্প মোকাবিলায় এ সুযোগ খুবই কম। এ ক্ষেত্রে উদ্ধার কার্যক্রমের যথাযথ প্রস্তুতি এবং সেচ্ছাসেবকদের প্রশিক্ষণের বিষয় মন্ত্রণালয় কাজ করছে। এ বিষয়ে উন্নয়ন সহযোগীদের সম্পৃক্ত করতে আইএনআরসি ভূমিকা রাখতে পারে। তাছাড়া আর্থ ওযার্নিংয়ের বিষয়েও যৌথভাবে কাজ করার জন্য উভয়ই একমত হন।

বৈঠকে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: কামরুল হাসান, এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা নতুন মামলায় আনিসুল-ইনু-রাশেদ-পলকসহ গ্রেফতার ৯ যুবদল নেতা শামীম হত্যা : আ.লীগের রোকেয়া-মোস্তফা রিমান্ডে লেবানন থেকে বৃহস্পতিবার দেশে ফিরবেন ১০৫ বাংলাদেশী

সকল