সংখ্যালঘু ইস্যুতে ব্রিফিংয়ে যোগ দিয়েছেন যেসব কূটনীতিক
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:১৭, আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:২০
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশী কূটনীতিকদের ব্রিফ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এ ব্রিফিং হয়।
ব্রিফিংয়ে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থা তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা।
ব্রিফিংয়ে যোগ দেন ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, জাপান, চীন, কানাডা, সৌদি আরব, ইরান, সিঙ্গাপুরসহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধি। সাথে ছিলেন বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসঙ্ঘের প্রতিনিধিও।