২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের : ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

- প্রতীকী ছবি

সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভারতের সংসদে এক প্রশ্নের জবাবে কীর্তি বর্ধন সিং এ কথা জানান।

তিনি বলেন, গত কয়েক মাসে বাংলাদেশে বেশ কয়েকটি ঘটনার খবর এসেছে যেখানে হিন্দু মন্দির ও মূর্তি ভাঙচুর ও অপবিত্র করা হয়েছে।’

ভারত সরকার এই ঘটনাগুলোসহ গত দুর্গাপূজার সময়ে ঢাকার তাঁতিবাজারে একটি পূজামণ্ডপে আক্রমণ এবং সাতক্ষীরায় জহরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা নিয়ে আগেই উদ্বেগ জানিয়েছে।

লিখিত জবাবে জানানো হয়, ‘বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার আবেদন জানিয়েছে যাতে তারা হিন্দু ও সংখ্যালঘুদের এবং তাদের ধর্মীয় স্থানগুলির সুরক্ষা নিশ্চিত করে। বাংলাদেশের সংখ্যালঘুসহ সব নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের।’

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement