২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ

মৎস্য অধিদফতরের জন্য ৮২টি নতুন পদ সৃজন
ঢাকাস্থ মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার - ছবি : নয়া দিগন্ত

বঙ্গোপসাগর থেকে বাংলাদেশকে টুনা মাছ আহরণে সহযোগীতার আশ্বাস দিয়েছে মালদ্বীপ। ইন্ডিয়ান ওশান টুনা কমিশনের সদস্য হিসেবে ঢাকাস্থ মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারকে এ আশ্বাস প্রদান করেন। জবাবে ফরিদা আখতার বলেন, কার্যকরী দক্ষতা উন্নয়নে দু’দেশ একসাথে কাজ করতে পারে।

রোববার দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেন। হাইকমিশনার শিউনিন রশীদ মালদ্বীপের সাথে বাংলাদেশের ইতোমধ্যে সম্পাদিত কাজের জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের আহ্বান জানান। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ বিষয়ে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহ চিহ্নিত করে সে অনুযায়ী কার্যকরী পদক্ষেপ গ্রহণের অভিমত ব্যক্ত করেন।

মৎস্য অধিদফতরের জন্য ৮২টি নতুন পদ সৃজন
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির দ্বিতীয় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ মৎস্য অধিদফতরে ৮২টি অফিস সহায়কের পদ রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নবসৃষ্ট এসব পদসমূহের মধ্যে ময়মনসিংহ বিভাগের জন্য ১টি, প্রতি জেলার জন্য ১টি করে ৬৪টি পদ, ৪টি ডিপ্লোমা ইনস্টিটিউটের জন্য ৪টি, ১১টি উপজেলার জন্য ১১টি এবং ২টি মৎস্য বীজ উৎপাদন খামারের জন্য ২টি পদ রয়েছে।

নবসৃষ্ট এসব পদ পূরণ হলে মৎস্যচাষী পর্যায়ে সেবা সম্প্রসারণ আরো তরান্বিত হবে।


আরো সংবাদ



premium cement
তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে বাংলাদেশ ছাত্র আন্দোলনে শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ : রিজভী পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয় কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২ জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে : রাষ্ট্রদূত পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা

সকল