ঢাকায় বাংলাদেশ-বেলজিয়ামের রাজনৈতিক সংলাপ রোববার
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ নভেম্বর ২০২৪, ১২:০৯
বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে অতিরিক্ত পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় রাজনৈতিক সংলাপ আগামী রোববার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হবে।
জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংলাপে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, ইইউ-বাংলাদেশ সম্পর্ক এবং বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।
সংলাপে অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো: নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিনিধি দলের এবং বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক বিষয়ের মহাপরিচালক ও রাষ্ট্রদূত জেরইন কুরেমান বেলজিয়াম প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অফিস অব দ্যা প্রসিকিউটরের প্রস্তাবিত সাক্ষী প্রতিরক্ষা প্রটকল চূড়ান্তকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থার মতামত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম আহমেদ খান আগামী ২৫-২৮ নভেম্বর বাংলাদেশ সফর করবেন। এই সফরকালে তিনি প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করবেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
সূত্র : ইউএনবি