ভিয়েনাকে আবাসিক মিশন খোলার আহ্বান জানিয়েছে ঢাকা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ নভেম্বর ২০২৪, ২৩:৪০
পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করতে বিকল্প ব্যবস্থা নিতে এবং ঢাকায় একটি আবাসিক মিশন প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনার জন্য অস্ট্রিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
এ দেশে অস্ট্রিয়ার আবাসিক মিশন না থাকায় সে দেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীরা ভিসা সংক্রান্ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা ওয়েজার এবং পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র উপদেষ্টার আহবানে সাড়া দিয়ে রাষ্ট্রদূত ওয়েজার উদ্বেগের বিষয়টি স্বীকার করেন এবং ভিয়েনার নির্দেশে অধীনে অস্ট্রিয়া একটি কার্যকর সমাধানের পথ খুঁজে বের করবে বল আশস্ত করেন।
বৈঠকে, পররাষ্ট্র উপদেষ্টা একটি স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের আর্থ-সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।
এই উদ্যোগগুলোর সফল বাস্তবায়নের জন্য একটি যুক্তিসঙ্গত সময়সীমার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। ।
তৌহিদ আরো উল্লেখ করের যে, সংস্কার কমিশনের রিপোর্টগুলো ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি এবং ইইউ জিএসপি অগ্রাধিকারমূলক ট্রেড স্কিমের জন্য যোগ্যতা অর্জনের প্রচেষ্টার কথা তুলে ধরেন।
উভয় পক্ষ প্রযুক্তির উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
তৌহিদ হোসেন বলেন, ‘উন্নত দেশগুলোকে অবশ্যই তাদের অঙ্গীকারের পাশাপাশি অভিযোজন এবং প্রশমনের জন্য প্রয়োজনীয় তহবিল সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করতে হবে।’
টেকসই সমাধান অর্জনে সবুজ ও জলবায়ু-বান্ধব প্রযুক্তির অর্থনৈতিক কার্যকারিতা অপরিহার্য বলে রাষ্ট্রদূত ওয়েজার সম্মত হন।
রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশের সাথে সম্প্রসারিত দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক অন্বেষণে অস্ট্রিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সূত্র : বাসস