১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে সকল বাংলাদেশীর স্বাধীনতা রক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের

- ছবি : ইউএনবি

বাংলাদেশে ভিন্নমতাবলম্বী ও বিরোধী মতের সবার জন্য ‘মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন পরিচালনার স্বাধীনতা’ সমুন্নত ও সুরক্ষার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘দেশের সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে সব বাংলাদেশীর জন্য এই স্বাধীনতা সমুন্নত রাখা ও সুরক্ষা করা জরুরি।’

তিনি বলেন, ‘তারা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারসহ তাদের সকল অংশীদারদের এই সমর্থনের কথা জানিয়ে জানান।’

প্যাটেল বলেন, ‘তারা মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং ভিন্নমত ও বিরোধী মতসহ সবার জন্য সংগঠনকে সমর্থন করেন।’

তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিতে এই স্বাধীনতাগুলো যেকোনো গণতন্ত্রের অপরিহার্য উপাদান।’

অন্তর্বর্তী সরকারের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল প্রসঙ্গে প্যাটেল বলেন, ‘তিনি ওই প্রতিবেদন দেখেননি। যদি এটি সত্য হয় তবে অবশ্যই দুর্ভাগ্যজনক হবে।’

তিনি বলেন, এটি তাদের ‘দৃঢ় দৃষ্টিভঙ্গি’ যে বাংলাদেশের পরিস্থিতিসহ যেকোনো পরিস্থিতি তুলে ধরতে একটি ‘নিয়োজিত মুক্ত গণমাধ্যম’ গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা গুরুত্বপূর্ণ।

প্যাটেল বলেন, ‘আমরা উৎসাহিত এবং নিশ্চিত করতে চাই যে, সাংবাদিকদের অধিকার এবং স্বাধীনতাকে যথাযথভাবে সম্মান করা হচ্ছে।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement

সকল