২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কপ-২৯ : বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাক্ষাৎ - ছবি : বাসস

জাতিসঙ্ঘের সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন কপ-২৯-এ মঙ্গলবার কয়েকজন বিশ্বনেতার সাথে সংক্ষিপ্ত পরিসরে পৃথকভাবে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

লিচেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে সাক্ষাৎ করেন তিনি।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেক্রিওভিচের সাথেও সাক্ষাৎ করেন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথেও সাক্ষাৎ করেন ড. ইউনূস।

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি কিভাবে এড়ানো যায়, তা নিয়ে আলোচনা করতে বিশ্বনেতা ও কূটনীতিকরা আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত বার্ষিক জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন।

সম্মেলনটি এমন স্থানে অনুষ্ঠিত হচ্ছে, যা তেল শিল্পের জন্মস্থান বলে পরিচিত।

সোমবার সন্ধ্যায় কপ-২৯ এ অংশ নিতে বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা।

আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশে ফেরার কথা রয়েছে ড. ইউনূস ও তার সফর সঙ্গীদের।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement

সকল