নেপাল ও ভুটানকে মোংলা বন্দর ব্যবহারের আহ্বান
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ নভেম্বর ২০২৪, ২২:৫৫
নেপাল ও ভুটানকে মোংলা বন্দর ব্যবহারের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, নেপাল ও ভুটান মোংলা বন্দর ব্যবহার করলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রমে আরো গতিশীলতা আসবে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।
মঙ্গলবার মোংলায় বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
মোংলা বন্দরকে বিশ্বমানের নিরাপদ ও আধুনিক সমুদ্রবন্দরে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে এ বন্দরের আরো বেশি প্রচার প্রচারণা করা দরকার। মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্বলিত বুকলেট তৈরি করে আমাদের বিদেশি মিশন গুলোর মাধ্যমে প্রচারণা বাড়াতে হবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে উদ্যোগ নিতে পত্র দেয়া হবে বলে জানান উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা