লেবানন থেকে ফিরলেন আরো ৭০ বাংলাদেশী
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ নভেম্বর ২০২৪, ১৩:৪০
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আজ সোমবার ৭০ বাংলাদেশী নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ পর্যন্ত সাতটি ফ্লাইটে সর্বমোট ৩৩৮ জন বাংলাদেশীকে সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার রাতে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায় ওই ৭০ জন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধ বিধ্বস্ত লেবানন হতে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশীদের আমিরাত এয়ার লাইন্সের একটি ফ্লাইটে সরকারি ব্যয়ে দেশে আনা হয়েছে।
ফিরে আসা বাংলাদেশী নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা।
এ সময় আইওএমের সৌজন্যে প্রত্যেককে হাত খরচ বাবদ পাঁচ হাজার টাকা, খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।
বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশীদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।
লেবাননে ইসরাইলি হামলায় এ পর্যন্ত একজন বাংলাদেশী বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা