০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পের মন্তব্য : যা বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম - ফাইল ছবি

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও এবারের নির্বাচনে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, ‘এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। লবিস্ট নিয়োগ দিয়ে হয়তো এ ধরনের পোস্ট করানো হয়েছে।’

শনিবার (২ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যে পোস্ট দিয়েছেন সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। বর্তমান বাস্তবতায় আমেরিকা বিশ্বে এখন কতটা শক্তিশালী দেশ তা নিয়েও প্রশ্ন উঠছে।’

‘দেশটিতে যে প্রেসিডেন্ট আসুক তাতে পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন হয় না। তবে লবিস্ট নিয়োগ করে কিছুটা প্রভাব বিস্তার করানো যায়,’ বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘মানুষ যদি একসাথে দাঁড়ায় বা গণঅভ্যুত্থান করে তাহলে কোনো শক্তিই কিছু করতে পারে না। বর্তমান বাস্তবতায় আমেরিকা বিশ্বে এখন কতটা শক্তিশালী দেশ সে প্রশ্নও উঠছে।’

ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’


আরো সংবাদ



premium cement

সকল