২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অগ্রণী ভূমিকাকে সমর্থন করবে রাশিয়া

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অগ্রণী ভূমিকাকে সমর্থন করবে রাশিয়া - ছবি : সংগৃহীত

রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্র উপমন্ত্রী সের্গেই এ রিয়াবকভ বাংলাদেশের সাথে ‘পরিণত’ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

ব্রিকস প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র উপমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জোটের ভবিষ্যৎ সম্প্রসারণের সময় রাশিয়া সরকার বাংলাদেশকে বৃহত্তর ভূমিকায় সমর্থন করবে বলে আশ্বাস দেন তিনি।

রাশিয়ার কাজানে ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র সচিব মো: জসিম উদ্দিন রাশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা করেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার দিকে মনোনিবেশ করেন তারা।

পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। একই সাথে দু'দেশের মধ্যে জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তারা।

ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য পররাষ্ট্র উপমন্ত্রীকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব। পাশাপাশি ব্রিকস প্রক্রিয়ায় অবদান রাখতে বাংলাদেশের গভীর আগ্রহের কথা ব্যক্ত করেন।

এর আগে রাশিয়ার কাজানে ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ নিয়মভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার উন্নয়নে এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার, অভিবাসীদের অধিকার, জলবায়ু ন্যায়বিচার, ঋণ স্থায়ীত্ব, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শৃঙ্খলার বিষয়ে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর জোরদার করতে ব্লকে অবদান রাখার অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ গাজায় গণহত্যা বন্ধের আহ্বানও জানিয়েছে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং দর্শনা চেকপোস্টে ভারতীয় মদসহ ভুয়া পুলিশ আটক প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা ১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করবে কমিশন : চেয়ারম্যান ট্রাকচাপায় ফায়ার ফাইটার নয়ন নিহত : চালক ও হেলপার কারাগারে ‘পরিসংখ্যানগতভাবে আইনশৃঙ্খলার অবনতি হয়নি’ সিলেটে ইউপি চেয়ারম্যান বরখাস্ত গফরগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত কালীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু, ১ শিশুকে জীবিত উদ্ধার

সকল