যুদ্ধাঞ্চল লেবানন থেকে দেশে ফিরলো ৫৪ বাংলাদেশী
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ অক্টোবর ২০২৪, ১৯:৪৫
লেবাননের যুদ্ধাঞ্চল থেকে সরিয়ে নেয়া ৫৪ জন বাংলাদেশী নাগরিকের প্রথম দলটি দেশে পৌঁছেছে।
সোমবার সন্ধ্যা ৬টায় তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এই দলে ২৬ জন পুরুষ, ২০ জন নারী, ছয় শিশু এবং দুই নবজাতকসহ মোট ৫৪ জন রয়েছে।
গত রোববার রাত ১০টা ৫০মিনিটে লেবাননের বৈরুত থেকে বিমানটি যাত্রা শুরু করে সৌদি আরবের জেদ্দায় পৌছায়। সেখানে ৫ ঘণ্টার ট্রানজিট দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, সরকার লেবানন থেকে নথিভুক্ত বাংলাদেশী নাগরিকদের প্রত্যাবাসন শুরু করেছে। বৈরুত থেকে বহির্গামী ফ্লাইটে পর্যাপ্ত আসন না পাওয়ায় প্রাথমিক পর্যায়ে সীমিত সংখ্যক প্রবাসীকে ফিরিয়ে আনা হচ্ছে।
লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশীদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে প্রত্যাবাসন প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে।
লেবাননে আনুমানিক ৭০ হাজার থেকে একলাখ বাংলাদেশী নাগরিক রয়েছেন। তবে এর মধ্যে প্রায় ১ হাজার ৮০০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
এর মধ্যে প্রায় ১৬০ জনের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আইনি নথিপত্র রয়েছে।
সূত্র : বিবিসি