০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬
`

লেবাননে আটকে পড়া বাংলাদেশীদের প্রত্যাবর্তনে কাজ করছে সরকার

লেবাননে আটকে পড়া বাংলাদেশীদের প্রত্যাবর্তনে দুই মন্ত্রণালয় কাজ করছে : পররাষ্ট্র মন্ত্রণালয় -

লেবাননে আটকে পড়া বাংলাদেশীদের প্রত্যাবর্তনে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একসাথে কাজ করছে।

এরইমধ্যে পররাষ্ট্র সচিব, বৈদেশিক কর্মসংস্থান সচিব ও বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালকের অংশগ্রহণে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জুম প্ল্যাটফর্মে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের মিশন প্রধানরা যুক্ত ছিলেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবাননে আটকে পড়া বাংলাদেশীদের নিরাপদে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র সচিব লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে নির্দেশনা দিয়েছেন। লেবাননে অবস্থানরত যেসব বাংলাদেশী দেশে আসতে ইচ্ছুক নন তাদের নিরাপত্তা নিশ্চিতকরণেও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এরই মধ্যে দূতাবাস থেকে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশীদের তালিকাভুক্ত হওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রাথমিকভাবে প্রায় এক হাজার অভিবাসীকর্মী প্রত্যাবাসনে ইচ্ছুক।

লেবানন থেকে প্রত্যাবাসনে ইচ্ছুক সব বাংলাদেশীকে নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ রেখে কাজ করছে।


আরো সংবাদ



premium cement