২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

দুর্গাপূজায় ইলিশ রফতানি : যা বললেন ফরিদা আখতার

দুর্গাপূজায় ইলিশ রফতানি : যা বললেন ফরিদা আখতার - ছবি : সংগৃহীত

অন্তবর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, ‍‍‌ 'বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ মাছ রফতানির অনুমোদন করেছে। মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে রফতানির সময় গুণগতমান দেখা।'

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রফতনির অনুমোদন দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। তার প্রেক্ষাপটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার শনিবার (২১ সেপ্টেম্বর) একথা বলেন।

এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ১১ আগস্ট সচিবালয়ে তার প্রথম কর্মদিবসে বিদেশে ইলিশ রফতানি প্রসঙ্গে সাংবাদিকদের বলেছিলেন, 'দেশের মানুষ ইলিশ খেতে পারবে না, বিদেশে রফতানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। তারপর রফতানির চিন্তা।'

মন্ত্রণালয়ের নাম 'ইলিশ মন্ত্রণালয়' হলেও তিনি আপত্তি করতেন না উল্লেখ করে সেদিন উপদেষ্টা আরো বলেছিলেন, 'কারণ ইলিশ একটা বিশেষ মাছ। যেটা একমাত্র বাংলাদেশেই হয়। দেশের মানুষকে না খাইয়ে ইলিশ বাইরে পাঠানো আমি কোনোমতেই অনুমোদন করি না।'

শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের সই করা এক আদেশে এ রফতানি সংক্রান্ত তথ্য জানানো হয়।

আদেশে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রফতানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলীপূরণ সাপেক্ষে তিন হাজার টন ইলিশ মাছ রফতানির অনুমোদন দেয়া হলো।

পরিমাণ প্রসঙ্গে শনিবার ভয়েস অফ আমেরিকাকে এই উপদেষ্টা বলেন, বাংলাদেশে সরবরাহের উপর নির্ভর করবে কতটা রফতানি করা যাবে।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে (জুলাই ২০২৩- জুন ২০২৪) বাংলাদেশ ভারতে ৬৬৪ দশমিক ৮৬ টন ইলিশ রফতানি করেছে।

২০২২-২৩ অর্থবছরে (জুলাই ২০২২- জুন ২০২৩) এই রফতানির পরিমাণ ছিল ১ হাজার ৩৭৬ দশমিক ৪২ টন।

রফতানির কারণে বাংলাদেশের বাজারে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে ফরিদা আখতার বলেন, 'এমনিতে এবার ইলিশ মাছের সরবরাহ কম। মাছ ধরাও কম হয়েছে। আবার যা ধরা হয়েছে তা নানা পথে চলে যাচ্ছে। যার ফলে, দেশের বাজারে এখন কেমন প্রভাব পড়ে তা দেখার বিষয়।'

এদিকে ক্রেতা এবং বিক্রেতারা বলছেন, ঢাকার বাজারে ইলিশ এখন বেশ চড়া মূল্যে বিক্রি হচ্ছে।

ঢাকার কারওয়ান বাজারের মাছের ব্যবসায়ী সোহাগ জানান, "এক কেজি সাইজের ইলিশ ১ হাজার ৭০০ টাকা। আর দেড় কেজি সাইজের ২ হাজার ২০০ টাকা দামে বিক্রি হচ্ছে।"

সোহাগও জানালেন এখনো বাজারে চাহিদার তুলনায় ইলিশ মাছের সরবরাহ কম।

সেপ্টেম্বরের গোড়ার দিকে ইলিশের ভরা মৌসুমেও দেশের অন্যতম প্রসিদ্ধ চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে (বড় স্টেশন মাছ ঘাট) সরবরাহ বাড়তে দেখা যায়নি।।

যার ফলে আড়তে ও স্থানীয় মাছ বাজারে পদ্মা-মেঘনা নদীর ইলিশের চড়া দামেই বিক্রি হচ্ছে।

বৈধ রফতানির পাশাপাশি চরাচালানির মাধ্যমেও বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে ইলিশ যায়।

শনিবার (২১ সেপ্টেম্বর) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বছরের অন্যান্য সময়ের তুলনায় পহেলা বৈশাখ ও পূজার সময় বাংলাদেশে ইলিশ মাছের চাহিদা বেশি থাকে।
সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
মার্কিন প্রেসিডেন্টের সাথে দ্বি-পক্ষীয় বৈঠকে বসবেন ড. ইউনূস জয়-পরাজয় নির্ধারণে চেন্নাই টেস্টের চতুর্থ দিনে মাঠে নামছে বাংলাদেশ গাজার স্কুলে ইসরাইলি হামলায় নিহত ২২ টানা দুই জয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় মার্ক্সবাদী দিসানায়েক হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট! অপ্রতিরোধ্য রিয়ালকে থামাতে পারেনি এস্পানিওল লেবাননে ভয়ঙ্কর পেজার বিস্ফোরণ, নেপথ্যে হাত ভারতীয় বংশোদ্ভূতের! অশান্ত মণিপুরে এখনো টহল দিচ্ছে সেনাবাহিনী কোয়াড বৈঠকের প্রাক্কালে বাইডেনের বার্তা, মোদিকে বাড়িতে আমন্ত্রণ দুর্গাপূজায় ইলিশ রফতানি : যা বললেন ফরিদা আখতার সিএনএন বিতর্কে সম্মত হ্যারিস, নারাজ ট্রাম্প

সকল