১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাকা-থিম্পু দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত

ঢাকা-থিম্পু দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ ও ভুটান উভয় বন্ধুত্বপূর্ণ দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে অব্যাহত দ্বিপক্ষীয় সম্পৃক্ততা, সাহায্য ও সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ অঙ্গীকার করা হয়।

সাক্ষাৎকালে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে, যা অভিন্ন ইতিহাস, ভৌগোলিক নৈকট্য এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে।

উপদেষ্টা দুই দেশের জনগণের মধ্যে চমৎকার যোগাযোগের কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত কুয়েনসিল বাংলাদেশ ভুটানের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারের কথা উল্লেখ করে মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং উল্লেখযোগ্য সংখ্যক ভুটানি শিক্ষার্থীকে বিশেষ করে চিকিৎসা শিক্ষায় স্বাগত জানানোর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement