২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`
তমিজ উদদীন লোদী

অশ্রু জমাট বেঁধে বেঁধে পাথর

-

ভ্যান গাড়িতে তারা শুয়ে আছে নিথর
পশুর চামড়ার মতো স্তূপীকৃত
এ কোন নৃশংস বাংলাদেশ!

উন্মত্ত ওদের হাত কাঁপেনি
লাশ ফেলে দেবার আনন্দে বিহ্বল
ওরা কারা? ওরা কারা?

পাখি নয় , পশু নয় মানবসন্তান
শব্দ, হাহাকার, হারিয়ে যাচ্ছে নৈঃশব্দ্যে
অশ্রু জমাট বেঁধে বেঁধে পাথর

অন্ধ রাজা বসেছিল প্রাসাদের শীতল ছায়ায়
রক্তে হাত ধুবে বলে
সে কি তবে হোলিখেলায় মেতেছিল চম্পট দেবে বলে!


বাছিত ইবনে হাবীব
তাসের ঘরের মতো

শেষ পর্যন্ত ষোড়শী গৃহ তাসের ঘরের মতো উড়ে
গেলো। পাহাড়ি পাথারের মতো শক্ত রাজনৈতিক খুঁটিগুলো পেঁজাতুলোর মতো হারিয়ে গেলো!

শেকড়বিহীন বটবৃক্ষ যেন এতকাল কৃত্রিম বিষাক্ত মূলকাণ্ড পুঁতে রেখেছিল সৃজনী মাটির তলায়। শিক্ষার্থী-জনতার স্রোতে উবে গেলো সব। তাবৎ ধ্বংসাতœক রঙিন উৎসব।

অপমান শিলাঝড়ে কলুষিত দেশ! অন্যায় পাপাচারে ডুবে যাওয়া দেশ। অবিচার প্রহসনে নিভে যাওয়া আলো। মানুষের হাহাকারে ভারী!

হে বাতাস-
এবার রচনা করো শৈল্পিক নিশ্বাস। পান করো মন ভরে স্নিগ্ধতার দুধ। সত্য স্বরূপ সুধা বের করে আনো। মানুষের মানচিত্রে হাসুক গোটা বাংলাদেশ।

অমানুষের অস্তিত্ব চিহ্ন মুছে দিতে হবে। দাঁড়াতে পারে না যেন শয়তানি হাত। সভয়ে পালিয়ে যাবে কুচক্রি মহল। মেঘলা আকাশে হাসবে নক্ষত্র রাত।
অহমিকার লেশমাত্র থাকবে না। প্রতিটি
শোনিতাশ্রু মহিরুহ হবে।

ঐক্য আর মিলনের এ মাহেন্দ্রক্ষণে। অবশ্যই সাড়া দেবো তোমার আমন্ত্রণে। তোমার চিরহরিৎ হাসি চিরন্তন হবে। দৃশ্যমান নয় শুধু, প্রতি অনুভবে।


আরো সংবাদ



premium cement




up