১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
মাহমুদুজ্জামান জামী

লাল সালাম

-

সাহসের বিপুল স্রোতে
কেঁপে উঠেছে সমগ্র বাংলাদেশ,
প্রত্যয়ের দৃঢ়তায় ভেঙে গেছে একে একে
বিরুদ্ধ কৌশল!
শাসকের রক্তচক্ষু, রাহাজানি,
গোলা-বারুদ, অস্ত্র,
নির্বিচার গুলি --
কিছুই পারেনি রুখতে
ছাত্র-জনতার ঐ
বিরাট সমারোহকে;

লাল ফুল ক্রমাগত
আরো লাল হলো
এবং স্বপ্ন সূর্যের মতো জ্বলতে থাকলো
বাংলার আকাশে-বাতাসে!

আবারো এ বাংলায়
উড়লো পতাকা দীপ্যমান
সগৌরবে স্বমহিমায়।
আবু সাঈদ, মুগ্ধ, হৃদয়,
ফায়াজ, ইয়ামিন
তোমাদের আত্মদান অমলিন
অমেয় প্রভায়--
প্রেরণার প্রতীক হয়ে
জ্বলতে থাকবে যুগে যুগে
পৃথিবীতে, মানুষের মনে।


আরো সংবাদ



premium cement