১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
বিশ্বসাহিত্যের টুকিটাকি

স্যাম মিলসের নতুন উপন্যাসে চমক

-

ব্রিটিশ লেখিকা স্যাম মিলসের নতুন উপন্যাস ‘দ্য ওয়াটারমার্ক’ অল্পসময়ে ভালো সাড়া ফেলেছে। বইটি আগস্ট মাসে প্রকাশিত হয়েছে। উপন্যাসের প্রধান চরিত্র সাংবাদিক জেইম এবং চিত্রশিল্পী রাচেলের কাছে জাদুকরি চায়ের কাপ রয়েছে। যেহেতু এটি একটি রোম্প, জেইম ও রাচেল ধীরে ধীরে ভাগ্যের জগতে জেগে উঠতে সক্ষম হয়। রোম্প বলা হয় রাফলি প্লে বা কঠিনতর খেলাকে, বিশেষত শিশু ও প্রাণীদের মধ্যে দেখা যায়। এর একটি স্ল্যাং অর্থও আছে। মেটাফিকশনকে প্রায়ই একটি হৃদয়হীন সাহিত্য হিসেবে দেখা হয়। জেইম ও র‌্যাচেল যখন সেন্ট পিটার্সবার্গে ভ্রমণের চেষ্টা করেন, তখন তাদের ফ্লাইট ক্রমবর্ধমান স্কেচি হয়ে ওঠে। সমালোচদের ভাষায়, তাদের গল্প সহজ নয়। লেখিকা যে নাটকীয়তার আশ্রয় নিয়েছেন তাতে বলা যায় এটি তাদের গল্পও নাও হতে পারে। জেইম ও রাচেল তাদের প্রত্যন্ত কুটিরে নানা সঙ্কটের মধ্য দিয়ে যায়। নতুন দম্পতিকে উপন্যাসের গোলকধাঁধা নেটওয়ার্কের মাধ্যমে বাড়ি ফেরার পথ খুঁজে বের করার চেষ্টা করতে হয়। যখন তারা ভিক্টোরিয়ান অক্সফোর্ড থেকে ইউটোপিয়ান ম্যানচেস্টারে যেতে চায় রাশিয়ান শীতকালের মতো কঠোর পরিস্থিতিতে পড়ে। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আধিপত্যযুক্ত নিকট-ভবিষ্যতে চলে যায়, তেমনি তাদের সম্পর্কের বর্ণনাও বারবার পরিবর্তিত হয়। সমালোচকদের মতে, ওয়াটারমার্ক হলো একটি হৃদয়বিদারক অন্বেষণ। ক্যালিডোস্কোপিক ও বন্য কল্পনাপ্রসূত, ভাগ্য যখন সুতো টানছে তখন চরিত্রগুলো কীভাবে সত্যিকারের নিজেদের হতে পারে? এসব প্রশ্নের মীমাংসা আছে এই উপন্যাসে। এটি একটি অ্যাডভেঞ্চার গল্প যা গুরুত্ব সহকারে নিতে বলে না পাঠককে। দ্য কাউন্ট অব মন্টে ক্রিস্টো হলো এ ধরনের চূড়ান্ত উপন্যাস। বারবার কারাবাস এবং পালানোর গল্প, ব্যর্থ রোমান্সের, সাহসী ছদ্মবেশের এবং শেষ পর্যন্ত বিজয়ী মানবিক দৃঢ়তা ও চতুরতার গল্প। ওয়াটারমার্কে সেসবই আছে, কিন্তু যোগ করা হয়েছে মেটাটেক্সচুয়ালটি ও টাইম ট্রাভেল। সমালোচরা বলছেন, আপনি যদি ডক্টর হু কে ভালোবাসেন তবে আপনি এই বইটি পছন্দ করবেন। এটি আপনাকে বিভিন্ন যুগ এবং ঘরানার মধ্য দিয়ে একইভাবে শ্বাসহীন টেকনিকালার ট্রাম্বলে ঘুরিয়ে দেবে। সামান্থা মিলস, পরিচিতি স্যাম মিলস হিসেবে। জন্ম ১৯৭৫ সালে। তিনি তিনটি ইয়ং এডাল্ট উপন্যাস লিখেছেন। যার মধ্যে রয়েছে ‘দ্য বয়েজ হু সেভড দ্য ওয়ার্ল্ড’। এটি নিয়ে চলচ্চিত্র হয়েছে এবং পুরস্কার বিজয়ী বই। প্রাপ্তবয়স্কদের জন্য লেখা তার প্রথম উপন্যাস ‘দ্য কুইডিটি অব উইল সেলফ’ও প্রশংসিত হয়েছে।


আরো সংবাদ



premium cement