১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
বিশ্বসাহিত্যের টুকিটাকি

বুকার পুরস্কার : ১৩ বইয়ের লংলিস্ট

-

নোবেল পুরস্কারের পর সবচেয়ে মর্যাদাবান সাহিত্য পুরস্কার বুকার পুরস্কার ২০২৪-এর দীর্ঘ তালিকা সম্প্রতি ঘোষণা করা হয়েছে। এই তালিকায় তিনটি প্রথম বা ডেব্যু উপন্যাস রয়েছে। আর ছয়জন পূর্বে মনোনীত লেখক রয়েছেন। বুকার পুরস্কার কথা সাহিত্যের একক কাজের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পুরস্কার। ৩০ জুলাই, ২০২৪ তারিখে ঘোষণা করা হয়েছে এবারের লংলিস্ট। ১৩টি বইয়ের দীর্ঘ তালিকা যার নাম ‘বুকার ডজন’ বিচারক প্যানেল দ্বারা নির্বাচিত হয়েছে। প্যানেলটির সভাপতি শিল্পী ও লেখক এডমন্ড ডি ওয়াল। বিচারকদের বই নির্বাচন ১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে প্রকাশিত ১৫৬টি বই থেকে করা হয়েছে। বুকার পুরস্কার ইংরেজিতে লেখা এবং যুক্তরাজ্য অথবা আয়ারল্যান্ডে প্রকাশিত যেকোনো দেশের লেখকদের কথাসাহিত্যের জন্য উন্মুক্ত। পুরস্কার বিজয়ীদের মধ্যে আট জন নারী আর পাঁচজন পুরুষ। তারা হলেন, আয়ারল্যান্ডের কলিন ব্যারেট- বইয়ের নাম – ওয়াইল্ড হাউজেস. আমেরিকার রিটা বুলউইংকেলের ‘হেডশট’, আমেরিকার পারসিভাল এভারেটের ‘জেমস’, বৃটেনের সামান্থা হার্ভের ‘অরবিটাল’, আমেরিকার রাসেল কুশনারের ‘ক্রিয়েশন লেক’, লিবিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ লেখক হিশাম মাতারের ‘মাই ফ্রেন্ডস’, কানাডিয়ান-আমেরিকান ক্লেয়ার মেসুদের ‘দিস স্ট্রেঞ্জ ইভেন্টফুল হিস্ট্রি’, কানাডার অ্যানি মিখায়েলসের ‘হেল্ড’, আমেরিকার টমি অরেঞ্জ এর ‘ওয়ান্ডারিং স্টারস’, আমেরিকার রিচার্ড পাওয়ারের প্লে গ্রাউন্ড, ইয়েল ভান ডার ওডেনের দি সেফকিপ, ও অস্ট্রেলিয়ার শার্লট উডসের ‘স্টোন ইয়ার ডিভোশনাল’। এর মধ্য থেকে ছয়টি বইয়ের সংক্ষিপ্ত তালিকা ১৬ সেপ্টেম্বর লন্ডনের সমারসেট হাউজের পোর্টিকো রুমে একটি অনুষ্ঠানে ঘোষণা করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত লেখকরা প্রত্যেকে ২,৫০০ পাউন্ড পাবেন। ১২ নভেম্বর লন্ডনের ওল্ড বিলিংগেটে আয়োজিত একটি অনুষ্ঠানে ২০২৪ এর বিজয়ীর ঘোষণা করা হবে। বিজয়ী লেখক ৫০ হাজার পাউন্ড পাবেন। পাবেন আন্তর্জাতিক স্বীকৃতি এবং বিশ্বব্যাপী বিক্রয়ে সহযোগিতা।


আরো সংবাদ



premium cement

সকল