আবারও চাই পানি
- ৩০ আগস্ট ২০২৪, ০০:০৫
পানি লাগবে, পানি?
আহা কী পরিচিত আজ এই ছোট্ট বাণীটি!
সত্যিই তো পানি লাগবে আমাদের
মুছে ফেলতে রাষ্ট্র থেকে অন্যায় অবিচার এবং সকল প্রকার গ্লানি
প্রিয় মুগ্ধ পানি লাগবে আমাদের
দেখো ওই যে জ্বলছে দুর্নীতি, ঘুষ আর অরাজকতার এক ভয়াবহ অগ্নি
তাকে নেভাতেই হবে।
রাজপথ থেকে আজও যায়নি আমার ভাই-বোনেদের রক্তের দাগ
অসত্য আর অনৈতিকতার যে আবর্জনা ঘিরে আছে চারিদিক
সেসব ধুয়ে ফেলতে আজ চাই প্রতিবাদের অজস্র পানি
পরাধীনতার শিকলে বন্দী থেকে কালো দাগ পড়ে গেছে
সমাজের হাতে পায়ে মেটাতে হবে সেসব দাগ
স্বৈরাচার মুক্তির আনন্দে স্বাধীনতার তৃষ্ণা মেটাবে যে পানি,
তা লাগবেই।
বিজয় এসেছে ঠিকই, কিন্তু সমাজের আনাচে-কানাচে
ছেয়ে আছে অশুভ ছায়া, সেসব ছায়া ধুয়ে দিতে প্রয়োজন পানির
আমরা পেয়েছি কাক্সিক্ষত স্বাধীনতা
তাকে রক্ষা করতে, সকল অমানবিক শক্তি
দমন করে মুগ্ধতা ছড়িয়ে দিতে আবারো চাই পানি!
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা