১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
তাহমিদ হাসান

শহীদ আবু সাঈদ

-

নির্ভীক সূর্যের মতো তুমি
প্রসারিত তোমার দু’হাত যেন শাণিত আকাশ
সময়ের মুখোমুখি দাঁড়িয়েছ তুমি এক নিঃসঙ্গ নাবিক।

জীবনের বিনিময়ে হাতে নিলে মৃত্যুর মধুর পেয়ালা
মাঝে মাঝে অন্ধকার জ্বেলে দেয় অবিনাশী আলো
তোমার প্রস্থান মনে বাড়িয়েছে জ্বালা
উত্তপ্ত রোদের দিনে তোমার মরণে যেন আঁধার ঘনালো।

এই কি চেয়েছ তুমি? মৃত্যুর বদলে
কিনে নিলে অমরার স্বাদ
সবুজ সমাধি আজ তোমার ঠিকানা
পৃথিবীতে পড়ে আছে পরিত্যক্ত পোষাক।

এখনও জ্বলছে আগুন
হয়তো-বা টিকে যাবে প্রতারক ট্রয়;
শোণিতের স্বাদ পেয়ে হাসে পিশাচিনী
যদিও তাহার চোখে বিদায়ের ভয়।

হয়তো-বা হেরে যাবো ছলনার কাছে
হয়তো-বা দীর্ঘ হবে নিপীড়ক রাত
রাজপথ একদিন ভুলে যাবে সব
হয়তো তোমার স্মৃতির সিম্ফনি বাজাবে বেদনার বীণ
যৌবনের ব্যর্থ কলরব
থাকবে না চিরকাল বিজয়-বিহীন।

আবার আসবে ফিরে বসন্তের বেলা
ফুলে ফুলে ভরে যাবে কৃষ্ণচূড়া, গোলাপের ঝাড়,
হয়তো একটি পাখি ক্লান্ত হবে বিরহের গানে;
তোমার সন্ধানে
কাটাবে নির্ঘুম রাত আকাশের তারা।
হয়তো তখন তুমি অন্য কোনো লোকে
জানি আমি নিদারুণ শোকে
পৌরাণিক নও তুমি-তুমি এ-কালের একিলিস!


আরো সংবাদ



premium cement