১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
নাজমা পাপড়ি

বিরহ ও বিচ্ছেদ

-

বিরহ ও বিচ্ছেদের মধ্যে রয়েছে একটি ভাঙা সেতু।
সেতুটি কখনই মেরামত করা যায় না।
সাময়িক, কেননা বিরহের প্রহর
কালো পর্দা সরিয়ে মিলনের বর্ণালীর দিকে নিয়ে যায়।
তাই বিরহ যত বুক ভাঙা মার্শিয়া হোক না,
তারপরেই আসে মিলনের মধুরাত।

বিচ্ছেদ এক পুরনো লোহার পরিত্যক্ত কোঠার,
জং ধরছে তো ধরছেই, ধরছে তো ধরছেই,
প্রথমে মরচে তারপর কখন যে মরীচিকা!
সেতুর এপারে বিরহ, ওপারে বিচ্ছেদ,
নিচে নদী জলে মিলনরানী বিরহদেবকে হাত নাড়ছে,
রানীর পিঠ বিচ্ছেদের দিকে।


আরো সংবাদ



premium cement