০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
আবদুল হাই শিকদারের কবিতা

আমরা মানুষ আমরা এসেছি

-

আমরা মানুষ আমরা এসেছি অনাদি অতীত উদয়ের পথ ধরে
আমরা এসেছি হাজার হাজার বছরের ধূলি পায়ে
আমরা এসেছি নিযুত কালের পুঞ্জিত ব্যথা হয়ে
আমরা এসেছি মেসোপটেমিয়া গিলগামেশের মতো
আমরা মানুষ আমরা এসেছি দাস বিপ্লব করে

আমরা মানুষ আমরা এসেছি পলাশির গোঙরানী
আমরা এসেছি মজনু শাহের দহন
আমরা এসেছি শ্রীরঙ্গপত্তম
আমরা এসেছি ১৮৫৭ ’র বজ্রের গর্জন
আমরা এসেছি গালিবের ক্রন্দন
আমরা মানুষ আমরা এসেছি আন্দামানের কারাগারগুলো ভেঙ্গে

আমরা মানুষ আমরা এসেছি কোটি তিতুমীর ছেলে
আমরা এসেছি জালিয়ানআলা থেকে
আমরা এসেছি বীর শমসের গাজী
আমরা মানুষ আমরা এসেছি চুরুলিয়া থেকে আগুনের ফুল হয়ে

আমরা মানুষ আমরা এসেছি লৌহ কঠিন শের আলীর দৃঢ় পাঞ্জা
আমরা এসেছি ক্ষুদিরাম সহোদর
আমরা এসেছি সূর্য সেনের সাথী
আমরা এসেছি রজব আলীদের মাতৃমুক্তিপণ
আমরা এসেছি তেজতপ্ত ফরায়েজী দুুদু মিয়া
আমরা এসেছি চির বিদ্রোহী সাঁওতাল পরগনা
আমরা মানুষ আমরা এসেছি রোকেয়ার সন্তান

আমরা মানুষ আমরা এসেছি একুশে ফেব্রুয়ারী
আমরা এসেছি রফিক শফিক বরকতময় হয়ে
আমরা এসেছি মতিউর বীরশ্রেষ্ঠ
আমরা এসেছি নূর হোসেনের বুকে পিঠে পোস্টার
আমরা এসেছি আসাদের শার্ট গায়ে
আমরা মানুষ আমরা এসেছি মুক্তিযুদ্ধ টগবগ করা খুনে

আমরা মানুষ আমরা এসেছি নীল নদী সাঁতরিয়ে
আমরা এসেছি ঘন অরণ্য আমাজন পার হয়ে
আমরা এসেছি ব্রহ্মপুত্র যমুনার তীরে তীরে
আমরা এসেছি শ্যামল কোমল মেঘনার কূলে কূলে
আমরা এসেছি ভাঙ্গনোন্মাদ পদ্মার ঢেউ হয়ে
আমরা মানুষ আমরা এসেছি গাঙ্গেয় দেশে মরমিয়া মানচিত্র

আমরা মানুষ আমরা এসেছি বুলেটে বুলেটে ক্ষতবিক্ষত দেহ
আমরা এসেছি অথৈ তুফানে রক্তের ¯্রােতে ভেসে
আমরা এসেছি ক্রুর বারুদে শত শত লাশ হয়ে
আমরা এসেছি সন্তানহারা কারবালা বুকে করে
আমরা মানুষ আমরা এসেছি আবু সাইদের বেশে

আমরা মানুষ আমরা এসেছি ক্ষুব্ধ ক্রদ্ধ দেশ
আমরা এসেছি মানুষের আহাজারি
আমরা এসেছি দু’কূলপ্লাবী অশ্রুর বন্যায়
আমরা মানুষ আমরা এসেছি শ্রেণীহীন সমারোহে

আমরা মানুষ আমরা এসেছি রক্তপিপাসু হায়েনাকে রুখে দিতে
আমরা এসেছি বিষবৃক্ষের জঙ্গল উপড়াতে
আমরা এসেছি জল্লাদদের তন্ত্রের উচ্ছেদে
আমরা মানুষ আমরা এসেছি পিশাচের দাঁত ফ্যাসিবাদ উৎখাতে

আমরা মানুষ আমরা এসেছি পাথরে খোদিত ইতিহাস অক্ষয়
আমরা এসেছি ফিলিস্তিনের অগ্নিগর্ভ বালু
আমরা এসেছি কা,লো আফ্রিকা দুঃখের দাবানল
আমরা এসেছি নিযুত জন্ম মানিনিকো পরাজয়
আমরা মানুষ আমরা এসেছি কোটি কোটি ক্রোধ হাতে

আমরা মানুষ আমরা এসেছি রেসকোর্স প্রান্তর
আমরা এসেছি কালুর ঘাটের ইথারের হুংকার
আমরা এসেছি মীর মরদান খাপ খোলা তরবারী
আমরা এসেছি অমানুষ সংহারে
আমরা মানুষ আমরা এসেছি প্রীতি ও প্রেমের বিশ^ উৎপাদনে

আমরা মানুষ আমরা এসেছি কুরআনের পাখি হয়ে
আমরা এসেছি গীতার মর্মগাথা
আমরা এসেছি তওরাত বাইবেল
আমরা এসেছি ত্রিপিটক আর যবুরের কথামালা
আমরা এসেছি আকাশ কাঁপানো কালবৈশাখী ঝড়ে ঝড়ে পাখা মেলে
আমরা এসেছি জুলুম রুখতে দুর্বার আবাবিল
আমরা মানুষ আমরা এসেছি দশ দিগন্ত থেকে

আমরা মানুষ আমরা এসেছি লাখো শহীদের স্বপ্ন জড়ানো প্রাণে
আমরা এসেছি সুষম সমাজ মানুষের কল্যাণে
আমরা এসেছি শোষণমুক্ত স্বদেশের সুঘ্রাণে
আমরা মানুষ আমরা এসেছি - শুধু মানুষেরা এই কথাটুকু জানে

আমরা মানুষ আমরা এসেছি মানুষের বাণী মনে
আমরা এসেছি বিমানবিক আন্ধার বিতাড়নে
আমরা এসেছি আবার পৃথিবী যেন মানুষের হয়
আমরা এসেছি শঙ্কাবিহীন শান্তির বরাভয়
আমরা এসেছি ছাড়ো উদ্বেগ বিজয় সুনিশ্চয়
আমরা এসেছি পায়ে পিষে পিষে দীনতা ও হীনতাকে
আমরা মানুষ আমরা এসেছি হারিয়ে যাওয়া স্বাধীনতা উদ্ধারে


আরো সংবাদ



premium cement
এ সরকার জনপ্রত্যাশার কী করবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন : তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর আবুধাবির কারাগার থেকে দেশে ফিরেছেন ১৪ বীর কোনাবাড়ীতে কলেজছাত্রকে গুলি করে হত্যা : কনস্টেবল গ্রেফতার অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক : ফখরুল ‘একটি চক্র জামায়াত আমিরের বক্তব্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে’ অস্ত্র জমা দেয়নি শামীম ওসমান ও গাজী পরিবার এবি পার্টির উপদেষ্টার পদ ছাড়লেন ব্যারিস্টার রাজ্জাক কর্মকর্তাদের তালিকা চাওয়া নিয়ে বিতর্কে মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ আশুলিয়ায় শ্রমিক দলের সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা

সকল