১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
আতিক রহমান

দুঃখ জেগে ওঠে

-

সুখের ভেতর দুঃখ মোড়া
সুখ যেনো এক তাজী ঘোড়া
দ্রুত লয়ে ছোটে,
নদীর বুকের চরের মতো দুঃখ জেগে ওঠে!

সেই দুঃখের নাম দিয়েছি আনন্দ-সাম্পান
কখনো সে সুরলহরি, প্রেম-বিরোহী গান!
কখনো সে মেঘসাম্পান; কখনোবা আলোর আলোর ছটা,
এই হিদয়ে দুখবৃক্ষ তুলল মাথা ক’টা!

দুঃখগুলো ছাপ রেখে যায়,
চলার পথে সব আঙিনায়
আলতো ছুঁয়ে পরশ কাটে ম্যারাথনে দৌড়ে পালায় সুখ
দেখার মতো থাকতো সে চোখ,অনুভূতির-অনুভবের বুক
দেখতে পেতে কী তুমি আর?

র ক মা রি দুঃখ সবার
সুখ সে তো হায় মুচকি হাসি
দুঃখের পরশ রাশি রাশি--
রুহের ভেতর যায় কেটে ঠিক দাগ!
সুখ সে তো হায় খানিক কালের ক্ষণিক অনুরাগ!


আরো সংবাদ



premium cement

সকল