০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
সোলায়মান আহসান

বৃষ্টির দিনে

-

তার চে ভালো না, খেলি বৃষ্টির বাগানে লুকোচুরি
শরীর ভিজিয়ে দিই গ্রীষ্মের আতপ্ত দেহখানি
কানে কানে কথা হোক, মধুকথা, দোঁহে জানাজানি
হৃদয়-উত্তাপে গলে যাক জাতপাত সুড়সুড়ি।

আকাশের কাছাকাছি যতক্ষণ বৃষ্টিঝরা খেলা
বুকের গভীরে শুনি ধ্ক্পুুক্ কার কাতরানি।
হয়তো স্মৃতির পাখি শিস্ দেয়, আমি কি তা জানি?
বুঝতে বুঝতে গেলো অবুঝ তাড়না (কালবেলা)।

হয়তো আবার কবে বৃষ্টির সৌহার্দ্য কোনো দিনে
আমাদের সম্পর্কের সাক্ষী কোনো সোনালির চিল
রৌদ্রছায়া বিকেলের বৃষ্টিঝরা সুখ নেবে চিনে
অন্তরের ক্ষত মুছে দেবে যতো তাবৎ অমিল।

জানি না আবার কবে কোন দিন বৃষ্টিখরা দিনে
স্মৃতির পাতারা নেবে আমাকে তোমাকে বুঝি চিনে।


আরো সংবাদ



premium cement