১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
মুস্তফা হাবীব

বৃক্ষের বিচিত্র ডালপালা

-

সবচেয়ে ছোট ডালগুলো চরম আত্মকেন্দ্রিক
ফলের ভার সইতে চায় না, মোম পুতুল
ঝড় বৃষ্টির দহন ছাড়াই বাঁচতে চায় বর্ণীল সাজে।

বয়সের দিক থেকে যে ডালগুলো তৃতীয় ধাপে
অভিযোজন ক্ষমতা প্রচুর, জীবনের বাঁকে
কখনো স্বর্ণালী ছায়া কখনো চৈত্রের দাবদাহ।

দ্বিতীয় সারির ডালগুলো অস্থির, দিক বদলায়
সান সওগাতে থাকলেও দূরদর্শিতার অভাবে
চিনতে ভুল করে আপনপর, মূলধারা
নিজ ঘরের ভেতর লালন করে অন্য ঘরের হিসাব।

প্রথম সারির ডালগুলো জীবনমুখী
অগোছালো- উদ্দেশ্যহীন পথে হাঁটে না কখনো
ভারসাম্য রক্ষায় আলো বাতাস পানির সমন্বয়ে
নিঃশব্দ তাকিয়ে থাকে এঁটেল মাটির দিকে।


আরো সংবাদ



premium cement