১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মার্ক টোয়েনের সাথে হঠাৎ দেখা

-

দীর্ঘদিন পর মার্ক টোয়েনের সঙ্গে দেখা হলো। আমার জানা ছিল না ক্যালিফোর্নিয়া ও নেভাদা সীমান্তে লেক তাহো’র তীরবর্তী ছোট্ট সিটিতে তিনি থাকবেন। উইলিয়াম ফকনার যাকে ‘আমেরিকান সাহিত্যের পিতা’ বলতেন, সেই টোয়েনের সাথে কবে শেষ দেখা হয়েছিল? সঠিক মনে নেই। হয়তো ৫৫ বছর আগে, কলেজে পড়ার সময়। অবশ্য মাঝে একবার তাঁকে নিয়ে কথা হয়েছিল মালদহের তরুণ মনোজ ভট্টাচার্যের সঙ্গে। তাও অনেক আগে, ১৯৮৮ সালের গ্রীষ্মের সময় । মনোজ আমাকে ঘুরতে নিয়ে গেছিলেন স্যান ফ্রান্সিসকো বে’তে। শেষ সেপ্টেম্বরের কড়া রোদ সত্ত্বেও প্রবল বাতাসের কারণে ঠাণ্ডায় ফিশারম্যান হোয়ার্ফ রীতিমতো জড়োসড়ো। একটু দূরে কালো রঙের স্যুট পরা কয়েক যুবক হাঁটু পানিতে নেমে একজনকে মাথার ওপর তুলে ছুড়ে ফেলছে। আমাদের কৈশোর যৌবনে আমরাও এমন করেছি পুকুরে গোসল করতে নেমে। আমরা তো খালি গায়ে এসব করেছি। এরা ফরমাল ড্রেস পরে করছে।
মনোজ পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। হিউলেট পেকার্ডে কাজ করেন। ইঞ্জিনিয়ারিং করেছেন আমেরিকায়। স্ত্রী স্বাতী ও ছোট মেয়ে কল্পাকে নিয়ে কুপারটিনো থাকেন। আমার পালো আল্টোর আবাস থেকে খুব দূরে নয়। তিনি এদেশের কালচার জানেন। স্যুট পরিহিত তরুণদের জলকেলির দিকে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, যে ছেলেটিকে পানিতে ছুড়ে দেওয়া হচ্ছে, তার বিয়ে। অনেক সময় বরের বন্ধুরা বরকে নিয়ে এ ধরনের ফুর্তি করে। তাই বলে এই কনকনে ঠাণ্ডায়? মনোজ বললেন যে, স্যান ফ্রানিন্সকো বে এরিয়া সামারেও এমন। এ প্রসঙ্গে তিনি মার্ক টোয়েনের একটি মন্তব্য শোনালেন: "ঞযব পড়ষফবংঃ রিহঃবৎ ও বাবৎ ংধি ধিং ঃযব ংঁসসবৎ ও ংঢ়বহঃ রহ ঝধহ ঋৎধহপরংপড়." (আমি শীতলতম শীতকাল দেখেছি সান ফ্রান্সিসকোতে আমার সামার কাটানোর সময়।) এর পর যখনই মার্ক টোয়েনকে মনে পড়েছে তখন স্যান ফ্রান্সিসকোর সামারে শীতকালীন অনুভূতি নিয়ে তাঁর সরস কথাটিও মনে উঁকি দিয়েছে।

লেক তাহো’র তীরবর্তী ছোট্ট সিটি স্টেটলাইন এর রেস্টুরেন্ট এরিয়ায় পা দিয়ে একটি বেঞ্চে মার্ক টোয়েনকে বসে থাকতে দেখে রেস্টুরেন্টে প্রবেশ না করে তাঁর পাশে গিয়ে বসি। আহা, কি সুখানুভূতি! আমার স্ত্রীকে বলি, ‘বলো তো, কে?’ আমার এসব উস্তাদের সঙ্গে আমার স্ত্রীর পরিচয় নেই। তবু বলি, ‘বলতে পারলে ১০ ডলার দেব।’ যাহোক, তিনি বলতে পারেন না। তিনি যদি অর্থের বিনিময়েও আমার সাহিত্য ও সঙ্গীতবিষয়ক সওয়ালের জওয়াব দিতে পারতেন, তাহলে আমি এতদিনে ফতুর হয়ে যেতাম। তবে এভাবে ফতুর হতে পারলেও বোধ হয় আনন্দও বোধ করতাম। যেকোনো কবিতা, ছড়ার অন্তত ১০টি লাইন মুখস্থ বলতে পারলেও তাকে ১০ ডলার করে দিতে চেয়েছি বহুকাল আগে থেকে। তিনি যাতে কবিতা মুখস্থ-কলা আয়ত্ত করতে পারেন; এমনকি তা যদি তার প্রাইমারিতে পড়া ‘আয় ছেলেরা আয় মেয়েরা,’ ‘ওই দেখা যায় তাল গাছ --’ টাইপেরও কিছু হয়, সেক্ষেত্রে পুরস্কারের অর্থমূল্য ১০ ডলার থেকে বৃদ্ধি করতে করতে ২০, ৫০, ১০০ ডলারে উন্নীত করেছি। বর্তমানে তা ৫০০ ডলারে স্থির রয়েছে। এখনও আশা করছি তিনি কবিতা মুখস্থ করে এই পুরস্কার হাসিল করবেন।
জামাতা আসে। ওকেও বলি, ‘বলো, উনি কে?’ মার্ক টোয়েনের হাতে একটি বই ছিল। সে বইয়ের দিকে উঁকি দিলে ওকে বই দেখার আগে ভদ্রলোকের চেহারা দেখে নাম বলতে বলি। সে মার্ক টোয়েনকে চেনে না। আমি নামটি বলে জানতে চাই টোয়েনের কোনো বই পড়েছে কিনা। না, পড়েনি। টোয়েনের ছবিও দেখেনি। দোষণীয় কিছু নয়। সে হ্যারি পটার পড়ে বেড়ে ওঠা তরুণ।
আমার কন্যা আসে। ওর কাছেও একই প্রশ্ন। মার্ক টোয়েনের চেহারা দেখে চিনতে পারে না। টোয়েনের সামনে বিব্রত বোধ করি। নাম বললে আমার কন্যা চিনতে পারে। স্বস্তি বোধ করি। আমার কন্যা মার্ক টোয়েনের ‘দ্য অ্যাডভেঞ্চারস অফ টম সয়্যার,’ ‘দ্য অ্যাডভেঞ্চারস অফ হাকলবেরি ফিন’ পড়েছে। ‘আঙ্কেল টম’স কেবিন’ পড়ার কথাও সে বলে। কিন্তু সেটি মার্ক টোয়েনের নয়। ওর এই ভুলে অবাক হই না। বহু বছর পর্যন্ত ওকে বইপত্র পড়তে দেখিনি। সেজন্য দুঃখ বোধ করি।
মার্ক টোয়েনের সাথে ছবি তুলে তাঁর কাছ থেকে বিদায় নেই।

 


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল