১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জাফরুল আহসান

অসুখ নীরার

-

নীরার হৃদয় কাঁপছে ভীষণ যখন তখন
বৃষ্টি ছোঁয়ায় ভিজছে তাহার জীর্ণ বসন।
ঔষধ পথ্য লাগছে নীরার বিষের মতন;
মন ভালো নেই এ কোন অসুখ? ডাকছে মরণ?

অষ্টপ্রহর কিসের অসুখ কে বা জানে,
বৃথাই চেষ্টা জানতে চাওয়া এসব মানে!

এমন অসুখ তৃষ্ণা বাড়ায় আলিঙ্গনে
তবুও বদ্যি অঙ্ক কষেন সঙ্গোপনে,
বাড়ছে অসুখ বুকের ভেতর নীল দরিয়ায়
যায় না অসুখ তাবিজ কবজ মন্ত্র পড়ায়!

বৃথাই চেষ্টা জানতে চাওয়া এসব মানে
এ কোন অসুখ! কেউ না জানুক নীরাই জানে!


আরো সংবাদ



premium cement