১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
নয়ন আহমেদ

হাসপাতালে

-

হাসপাতালের রাত-দিনগুলো কমলালেবুর মতো;
কেমন আদুরে!
অসুস্থতা গলে গলে নামছে ভোরের আদলে
ধীর পায়ে ;
যাবে রূপকথার দেশে।
সূর্যোদয় হাতে তার।
রঙধনুকের সাহসী ডানায় সব লাল মেখে যাচ্ছে কোথায়।
কোনখানে?
শুশ্রƒষা এখানে রূপসী ঘুম নিয়ে আসে।

বড় আপা! বড় আপা!
তোর নিঃশ্বাসের গন্ধে রজনীগন্ধা ফোটে।

কাশফুলের মতো নার্সের ভোর নেমে আসে।


আরো সংবাদ



premium cement