আইরিশ লেখিকা ম্যারিয়ানের বই
- আহমদ মতিউর রহমান
- ১০ মে ২০২৪, ০০:০৫
আইরিশ লেখিকা ম্যারিয়ান কীস ফিকশন লিখে খ্যাতি অর্জন করেছেন। তার নতুন উপন্যাস মাই ফেভারিট মিস্টেকও বেশ নাম করেছে, হয়ে উঠেছে বেস্ট সেলার। এ পর্যন্ত তার প্রায় ৩০টি বই প্রকাশিত হয়েছে। বেশির ভাগই উপন্যাস। কিছু ননফিকশন বইও আছে। কয়েকটি বই সবচেয়ে বেশি নাম করেছে তার মধ্যে আছে লুসি সুলিভান গেট ম্যারিড, রাচেলস হলিডে, লাস্ট চান্স স্যালুনস, এন্টিবডি আউট দেয়ার ও দিস চার্মিং ম্যান। এসব উপন্যাস যদিও হালকা চালের কিন্তু গভীর ভাবও আছে। এগুলো হাস্যরসাত্মক শৈলীতে লেখা, মদ্যপান, বিষণœতা, আসক্তি, ক্যান্সার, শোক এবং ডোমেস্টেক ভায়োলেন্স ইত্যাদি উঠে এসেছে। ‘মাই ফেভারিট মিস্টেক’ এই বেস্টসেলিং ঔপন্যাসিকের সর্বশেষ বই। এতে প্রধান চরিত্র আন্না ওয়ালশ ডাবলিনে ফিরে যান এবং দৃঢ়তা, বৃদ্ধি এবং আত্ম-গ্রহণযোগ্যতার হাস্যকর গল্পে একটি পুরনো শিখার জন্য পড়ে যান। হটশট সুন্দরী আনা ওয়ালশ তার বিভিন্ন উপন্যাসের নায়িকা, ফলে উপন্যাসগুলো সিক্যুয়েলের মতো। আগে একটি গাড়ি দুর্ঘটনায় বেঁচে গিয়েছিলেন তিনি কিন্তু তার স্বামী নিহত হন। এই গল্পে তিনি আবার ডাবলিনে ফিরে এসেছেন। উপন্যাসটিতে অন্তর্দৃষ্টির গভীরতা রয়েছে বলে সমালোচকদের অভিমত। মাই ফেভারিট মিস্টেক-এ প্রেম করার মতো অনেক কিছুই আছে, চোখের পানিতে হাস্যকর শব্দগুচ্ছের বাঁক থেকে আনার বয়স থেকে শুরু করে সমস্ত কিছুর ওপর আঁচ করা পর্যন্ত বিষয়গুলো উঠে এসছে। আয়ারল্যান্ডের লিমেরিকে জন্ম ম্যারিয়ানের, ১৯৬৩ সালে। বড় হয়েছেন ডাবলিনে, সেই ডাবলিন যেখানে জেমস জয়েস থেকে শুরু করে অনেক খ্যাতিমান সাহিত্যিক বড় হয়েছেন। পপুলার রাইটার হিসেবে ম্যারিয়ন পরিচিত। ১৯৯৫ সালে প্রথম উপন্যাস ওয়াটারমেলন বের হওয়ার পর তিনি পাঠকের দৃষ্টি কাড়েন। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। সেই ধারায় যুক্ত হয়েছে নতুন বইটিও। তার বই ৩৩টি ভাষায় অনূদিত হয়েছে এবং ৩ কোটি ৫০ লাখ বই বিক্রি হয়েছে। তিনি বিভিন্ন পুরস্কারও লাভ করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা