১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সৈয়দ সাইফুল্লাহ শিহাব

প্রিয় জন্মভূমি

-

কত দিন তাকে দেখিনি দু’চোখে
হাতের স্পর্শ অথবা মনের ছোঁয়া
চোখের ইশারা হয়নি বহুদিন,

পঞ্চাশে পড়েছে সে এখন
বলুন, পঞ্চাশ কি এমন হলো
তেমন কিছু না, এটা তো এখন বাড়ন্ত সময়
যৌবন লকলক করবে লাউ ডগার মতো
লাবণ্য চমকাবে শ্রাবণের বিজলি হয়ে
সে তো তাই হবে, তাই নয়কি, বলুন?
কাল রাতে তাকে দেখেছি হঠাৎ বিবর্ণ ঝলকে
মলিন শাড়ির ফাঁকে বের হওয়া কুঁচকানো যৌবন।

কত আসাদেরা আত্মাহুতি দিয়ে
জন্ম দিয়েছিল এই দেশ
অর্ধ শতকের পরেও পেল না সে পূর্ণাঙ্গ যৌবন।

আমি তার আলিঙ্গন চাই বাহুলগ্ন মাখনের
উদার, উন্মুখ হয়ে আছি প্রাণ খুলে
গণতন্ত্র, সুশাসনে আবৃত মায়ার বিনীত পরশ পেতে।

আমার স্বদেশ, প্রিয় জন্মভূমি
মায়ের মমতা মাখা সুখে তুমি উচ্ছ্বসিত কর এ হৃদয়।


আরো সংবাদ



premium cement