১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিমাহ ইসমাইল নাওয়ার-এর কবিতা

-

সৌদি আরবের কবি ও ফটোগ্রাফার নিমাহ ইসমাইল নাওয়াব (Nimah Ismail Nawwab) এর জন্ম মালয়েশিয়ায়। সৌদি আরবে তাকে একজন শিক্ষিত লেখিকা হিসেবে বিবেচনা করা হয়। আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে লিখিত তার কবিতা বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, অসংখ্য ভাষায় অনূদিত হয়েছে। আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, জাপান, ভারত এবং অন্যান্য দেশের স্কুল ও কলেজে তার কবিতা পড়ানো হচ্ছে। স্বাধীনতা, নারী, পরিবার, সংস্কৃতি, বিশ্বাস, ঐতিহ্য, সহনশীলতা এবং পরিবর্তন হলো তার কবিতার মূল উপজীব্য বিষয়। তার প্রকাশিত কাব্যগ্রন্থের নাম The Unfurling: Poems (2004) I Canvas of the Soul: Mystic Poems from the Heartland of Arabia (2012)।

আরব্য রজনী

যখন হুদহুদ পাখিরা ডাকে,
খেজুরের পাতা প্রতিধ্বনি
বহন করে তাদের কুহেলিকা,
দৃষ্টিশক্তি, স্মৃতি:

উচ্চ তেজস্বী উপকারী কাফেলা,
বালির অন্তহীন সাগর পাড়ি দিয়ে,
মরূদ্যান অভিমুখে ছুটে চলে,
মুক্ত, কিন্তু নিয়ন্ত্রণে।
উষ্ণ প্রস্রবণে স্নানরতা নারীগণ,
চিরসবুজ খেজুরবাগানে আশ্রয় নেয়,
ঝুড়ি বুনে,
রান্না করে, সেলাই করে, পশুপালের পিছে ছুটে,
দিনগুলো খাটুনিতে পরিপূর্ণ।

দৃষ্টিশক্তি, স্মৃতি :
তারকার আলোর নির্ঝর,
তাঁবু এলাকায় নিক্ষেপ করে হালকা আলো,
চাঁদের আলোর রুপালি ছায়া
আলোকিত দাড়িওয়ালা মুখমণ্ডল,
তরুণ ছেলেরা পা ঠাপায়
বুনো মরুভূমির ঢাকের বাদ্যিতে
‘ডানা, ইয়া ড্যান ড্যান’
দূর উপসাগরে মুক্তোর গান
‘ডানা, ইয়া ড্যান ড্যান’

ষদুষ্ণ এলাচের সুবাসিত হাওয়া
তাজা কফির সুগন্ধ নিয়ে আসে,
উষ্ণতা, সোনালি আঁকড়ার হাঁড়িতে ভর্জিত
অল্প বয়সী চাপাহাস্যময় বালিকাগণ
বিভাজিত তাঁবুর দেয়ালের আড়াল থেকে লাজ নিয়ে উঁকি দেয়।

গর্তে জ্বলে অগ্নিশিখা
ধীরে ধীরে গ্রাস করে কাষ্ঠ, উড়ে অগ্নিকণা,
কোলাকুলি করা নাচ : ‘ডানা, ইয়া দ্যান ড্যান।’

হুদহুদের ক্রন্দন
প্রভাতের প্রশান্ত বাতাসে ভেসে যায়,
আধুনিক শতাব্দীর ভোরে।

দৃষ্টিশক্তি, স্মৃতি,
উড়িয়ে দেয় পরিবর্তনের হাওয়া।


আরো সংবাদ



premium cement